নোয়াখালীর সোনাইমুড়ীতে সমাবেশ নিষিদ্ধ

নোয়াখালী থেকে জামাল হোসেন বিষাদ: নোয়াখালীর সোনাইমুড়ী বাজার ও রেল গেইট এলাকায় সোমবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টি কালের জন্য সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. রহিমা খাতুন জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এদিকে  বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখার প্রতিবাদে রোববার (৪ জানুয়ারি) বিকেলে চাটখিল ও সোনাইমুড়ী উপজেলা সদরে  বিক্ষোভ মিছিল করে ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা। দুপুর থেকে নোয়াখালী ও ঢাকার সাথে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা  দুর্ভোগে পড়েছে।