বরিশাল থেকে প্রতিনিধি: নিখোঁজের চার মাস পর বরিশালের বাকেরগঞ্জের সুন্দরকাঠি গ্রামের একটি ধানক্ষেত থেকে এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় উদ্ধার হওয়া কঙ্কালটি ওই গ্রামের রাজমিস্ত্রী মোতালেব চৌকিদারের (৫০) বলে তার স্ত্রী মলিনা বেগম এবং পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার স্বজনদের বরাত দিয়ে জানান, পারিবারিক বিরোধের জের ধরে তাকে কয়েক মাস আগে হত্যা করা হতে পারে।