কলাপাড়ায় এইচএসসি ফরম পূরণে বেশি টাকা আদায়ের অভিযোগ

কলাপাড়া থেকে মিলন কর্মকার রাজু: শিক্ষা বোর্ডের নির্দেশ উপক্ষো করে পটুয়াখালীর কলাপাড়ায় এইচএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। পরীক্ষার্থী প্রতি থেকে তিন-চার হাজার টাকা অতিরিক্ত নেয়া হচ্ছে। নিয়ম অনুসারে বোর্ডফিসহ সর্বোচ্চ দেড় হাজার টাকা নেয়ার কথা থাকলেও কলাপাড়ার ছয়টি কলেজে অতিরিক্ত টাকা আদায় করছে কর্তৃপক্ষ।

বোর্ডের নিয়মানুসারে ফরম পূরণের জন্য প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে প্রত্যেক বিষয় বাবদ, ব্যবহারিক পরীক্ষা, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, পরীক্ষার সনদ ফি, রোভার্স রেঞ্জার ফি, জাতীয় শিক্ষা সপ্তাহ ফি’র টাকা নেয়ার নির্দেশনা রয়েছে। এছাড়া কেন্দ্র ফি নেয়াসহ সব মিলিয়ে এক হাজার ২০০ থেকে এক হাজার ৫০০ টাকা নেয়ার কথা।

কলাপাড়ার মোজাহারউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ, কলাপাড়া মহিলা কলেজ, ধানখালী ডিগ্রি কলেজ, আলহাজ্ব জালালউদ্দিন কলেজ, কুয়াকাটা খানাবাদ কলেজ এবং মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজে এ নিয়ম উপেক্ষা করে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

একাধিক ছাত্রছাত্রী জানান, কলেজে অনুপস্থিতি ফিসহ বহু ছাত্রছাত্রীর কাছ থেকে তিন-চার হাজার টাকা নেয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক বলেন, পরীক্ষার সময় ঝামেলা করতে পারে বলে কষ্ট করে হলেও তারা টাকা দিয়েছেন।

বিষয়টি নিয়ে একাধিক কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা অভিযোগ অস্বীকার করেন।

এব্যাপারে বরিশাল শিক্ষাবোর্ডের সচিব মোতালেব হোসেন বলেন, অনিয়মকারীদের বিরুদ্ধে অভিযোগ করা হলে ব্যবস্থা নেয়া হবে। এজন্য সংশ্লিষ্টরা করতে পারেন।