রায়পুরে বিএনপি-আ. লীগ-পুলিশ সংঘর্ষ, আহত ৫০

রায়পুর থেকে মাহবুবুল আলম মিন্টু: লক্ষ্মীপুরের রায়পুরে বাস স্ট্যান্ড এলাকায় আজ (৫ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে পুলিশ এবং সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদারসহ অন্তত পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শাহিন ভূঁইয়া নামের এক আওয়ামী লীগ কর্মীকে আশংকাজনক অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকগুলোতে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

Raipur
রায়পুর বাস স্ট্যান্ডে সংঘর্ষের একটি মুহূর্ত।

তাৎক্ষণিক অন্যান্য আহতদের পরিচয় কোনো পক্ষ থেকেই নিশ্চিত করতে পারেনি। অপরদিকে পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন মোহনা টিভির রায়পুর উপজেলা প্রতিনিধি নাজিম উদ্দিন রিয়াদ। তাকে মডার্ন প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষ থামাতে পুলিশ বিএনপি নেতা-কর্মীদর ওপর অন্তত শতাধিক রাউন্ড রাবার বুলেট ও শটগানের গুলি এবং টিয়ারশেল নিক্ষেপ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ ও বিজিবি টহল দিচ্ছে। পুরো এলাকায় আতংক বিরাজ করছে।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার জানান, আমাদের নেতা-কর্মীদের শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ ও আওয়ামী লীগ ক্যাডাররা নির্বিচারে গুলি ও হামলা করেছে। পুলিশ দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেয়। আওয়ামী লীগ কর্মীরা অফিসে হামলা ও ভাংচুর চালায়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইসমাইল খোকন বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করা হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মনজুরুল হক আকন্দ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭৩ রাউন্ড রাবার বুলেট ও শটগানের গুলি করা হয়েছে। গ্রেফতারের সংখ্যা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।