শেরপুরে ট্রলি উল্টে চালকের মৃত্যু

নালিতাবাড়ী থেকে এম সুরুজ্জামান: লাকড়ি বোঝাই দুটি ট্রলি ‌একটি অপরটিকে পাশ কাটাতে গেলে ট্রলি উল্টে আলম (২৬) নামে এক চালক  মারা গেছে।

রোববার (৪ ডিসেম্বর) ভোর ৬ টায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাজিতখিলায় এ ঘটনা ঘটে। আলম বাজিতখিলা ইউনিয়নের ভালুকা পশ্চিমপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।