শেরপুর থেকে এম. সুরুজ্জামান: শেরপুরে ট্রাক ড্রাইভারকে গুলি করে পালিয়ে যাওয়ার সময় একটি শর্টগান ও পাঁচ রাউন্ড গুলিসহ ছাত্রদল নেতা গ্রেফতার হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩ জানুয়ারি) রাতে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অস্ত্রধারী সাবেক ছাত্রদল নেতা এহতেশামুল আক্তার চৌধুরী শামীম (৪০) এক ট্রাক ড্রাইভারকে গুলি করে। গুলি করার পর নিজ প্রাইভেটকারে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নিউমার্কেটের কাছে পুলিশ তাকে একটি শর্টগান ও পাঁচ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে।
জানজটের কারণে ট্রাক ড্রাইভার সাইড দিতে না পারায় তিনি উত্তেজিত হয়ে ড্রাইভারকে লক্ষ্য করে নিজের লাইসেন্স করা শর্টগান থেকে গুলি করেন।
জানা যায়, শামীম (৪০) জামালপুর শহরের সরদারপাড়ার ডিএমএম আব্দুল হালিম চৌধুরীর ছেলে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা।
এ ঘটনায় রোববার (৪ জানুয়ারি) শেরপুর সদর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।