
কলাপাড়া থেকে মিলন কর্মকার রাজু: কলাপাড়া উপজেলা সংবাদপত্র হকার্স সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সোমবার (৫ জানুয়ারি) কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে শেষ হয়েছে। নির্বাচনে আলমগীর হোসেন শিকদারকে সভাপতি ও মো. মামুন খানকে সাধারণ সম্পাদক করে নয় সদস্যের কার্যকরী পরিষদ গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন: সহসভাপতি- মাখনলাল বিশ্বাস, মো. নান্টু হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক-মো. জাহিদুল ইসলাম শরীফ, সাংগঠনিক সম্পাদক- মো. সোহরাব হোসেন, অর্থ সম্পাদক- মো. ফিরোজ তালুকদার, প্রচার সম্পাদক- মো. জাহিদুল ইসলাম হাওলাদার, সদস্য- মো. সালাম হাওলাদার।