দরিদ্র চরবাসীদের মধ্যে নোয়াখালী এপেক্স ক্লাবের শীতবস্ত্র বিলি

নোয়াখালী থেকে জামাল হোসেন বিষাদ: নোয়াখালীর  সুবর্ণচর উপজেলার  দুর্গম চরে শীতবস্ত্র বিতরণ করেছে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব নোয়াখালী ও এপেক্স ক্লাব অব মেঘনার সদস্যরা।

Apex Noakhali Images (2)
চরের দরিদ্রদের মধ্যে এপেক্স ক্লাবের সদস্যদের শীতবস্ত্র বিতরণ

সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের দক্ষিণ চরমজিদ মোহাম্মাদীয়া ইসলামিয়া বহুমুখী মাদরাসা  ও গ্লোব বাজার হারুনুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত  ও দরিদ্র ১৮৫জনের মাঝে সোমবার (৫ জানুয়ারি) কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদ মেহেদী হাসান, এপেক্স ক্লাবের নিজাম উদ্দিন পিন্টু, নোয়াখালী ক্লাবের সাইফুল্যাহ্ কামরুল, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন,  এপেক্সিয়ান মোনাব্বের হোসেন সেলিম, আবু সায়েদ, ইকবাল হোসেন কাজল, মোস্তাফিজুর রহমান পলাশ, অধ্যাপক   শাহীনুর রহমান, সাজের্ন্ট এট আমর্স নাজিম উদ্দিন,  মুজাহিদ ইসলাম সোহেল, মাহবুবুর রহমান শাহীন, সিরাজ উদ্দিন শাহীন, জিনাত আরাসহ অন্যরা।