দিনাজপুরের মাইন বিস্ফোরণের বার্ষিকী আজ, ৫০০ শহীদ মুক্তিযোদ্ধার স্মরণে নানা আয়োজন

দিনাজপুর থেকে রতন সিং: আজ ৬ জানুয়ারি। ১৯৭২ সালের এ দিনে দিনাজপুরে মাইন বিস্ফোরণে পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন।

দিবসটি যথাযথভাবে পালনের লক্ষ্যে ৬ জানুয়ারি শহীদদের গণকবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, ফাতেহা পাঠ, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

2013-01-06__nt02
মাইন বিস্ফোরণে শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধি।

মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর ১৯৭২ সালের ৬ জানুয়ারি দিনাজপুরের মহারাজা স্কুলে মাইন বিস্ফোরণে ট্রানজিট ক্যাম্পের পাঁচশতাধিক বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। এ ঘটনায় পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধা আহত হন।

মহারাজা স্কুলে পাকিস্তানি সেনাদের ফেলে যাওয়া অস্ত্র, গোলাবারুদ, মাইন, বোমা উদ্ধার করে মুক্তিযোদ্ধারা ভারতীয় মিত্র বাহিনীর সহায়তায় মজুদ করে। মজুদকৃত গোলাবারুদ থেকে একটি মাইন বিস্ফোরণ হলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।