দিনাজপুরে বিএনপি-জামায়াতের মিছিল থেকে ২৫ ককটেল বিস্ফোরণ

দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুরে বিএনপি-জামায়াতের লাঠিমিছিল ২৫টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ সময় মিছিল ছত্রভঙ্গ করার উদ্দেশে পুলিশ ২৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৫ জানুয়ারি) বিকেলে বিএনপি কার্যালয় বের হওয়া লাঠিমিছিল থেকে পথচারীদের মারপিট ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালালে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে নেতা-কর্মীরা মিছিলের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপে ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। মিছিলকারীরা ১৫ পথচারীকে মারধর এবং ১০টি অটো, আটটি মোটরসাইকেল ও পাঁচটি রিকশা ভাংচুর করে।

আওয়ামী লীগের র‌্যালি

দিনাজপুর আওয়ামী লীগ ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় উপলক্ষে আনন্দ র‌্যালি ও সমাবেশ করেছে।

দুপুর ১২টায় দিনাজপুর জেলা, শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় হতে বিশাল র‌্যালি বের হয়।

পরে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আজিজুল ইমাম চৌধুরী, বজলুল হক, শরিফুল আহসান লাল, মো. আলাউদ্দীন, আতাউর রহমান আজাদ বাবলু, ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, শাহ রফিকুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, খালেকুজ্জামান রাজু, ইমদাদ সরকার, বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, আবু ইবনে রজব, ছবি সিনহাসহ অন্যরা।