নালিতাবাড়ী থেকে এম. সুরুজ্জামান: নালিতাবাড়ী থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলার কাগজ এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের শহীদ মিনার চত্বরে সাপ্তাহিক বাংলার কাগজের অফিসে রোব্বার সন্ধ্যায় এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও শেরপুর জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, কবি ও কলামিস্ট তালাত মাহমুদ, শেরপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মেরাজউদ্দিন, সাংবাদিক এমএ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদারসহ প্রমুখ।