বাগেরহাটের ব্যবসায়ী ও সমাজসেবী যোগেশ রায় মারা গেছেন

Bagerhat Photo (05-01-15)
যোগেশ চন্দ্র রায়

বাগেরহাট থেকে প্রতিনিধি: লেফটেন্যান্ট কর্নেল ডা. সুভাস রায় ও খ্যাতিমান অভিনেতা পরাণ রায়ের পিতা বাগেরহাটের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক যোগেশ চন্দ্র রায় (৮৪) সোমবার ভোররাতে মারা গেছেন। তিনি স্ত্রী, চার ছেলেসহ অসংখ্য স্বজন রেখে যান। তাঁর মৃত্যুতে অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি, মেয়র খান হাবিবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান খান মুজিবর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।