বাগেরহাটের মোল্লারহাটে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ মিছিল

বাগেরহাট থেকে বাবুল সরদার: বাগেরহাটের মোল্লারহাটে বিএনপি-জামায়াতের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে দাবি করে এর প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহীনুল হক সানার নেতৃত্বে মোল্লারহাট মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহীনুল হক সানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস ও উপজেলা আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেন।

নাশকতার অভিযোগে ২৬জন আটক

নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশ সোমবার (৫ জানুয়ারি) সকাল পর্যন্ত  বাগেরহাটের নয় উপজেলা থেকে বিএনপি ও ছাত্রদলের চার এবং জামায়াতের এক কর্মীসহ ২৬ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে কচুয়া উপজেলার মঘিয়া ওয়ার্ড বিএনপি সভাপতি ফকির সাখাওয়াত হোসেন, চিতলমারীর তিন ছাত্রদল নেতা সুমন, রুপম ও  রিফাত খান রয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম জানান।