দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুরে পাঁচ নারীসহ ৩৭ জন বিএনপি-জামায়াত নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিএনপির ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির সময় তাদের বিরুদ্ধে নাশকতায় অভিযোগ আনা হয়েছে। গ্রেফতারকৃতদের ২৩ জন বিএনপি ও ১৪ জন জামায়াতের কর্মী।
নাশকতা, সহিংসতা ও বিস্ফোরণ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালী থানায় বিএনপির ৬৩ জনের নাম উল্লেখসহ ৫০০ জনকে আসামি করে মামলা করেছে।
পুলিশের একটি সূ্ত্র জানায়, দিনাজপুর সদরে ১৭ জন, চিরিরবন্দর উপজেলায় চারজন, খানসামা, ঘোড়াঘাট, কাহারোল ও পার্বতীপুর উপজেলায় তিনজন করে ১২ জন এবং বীরগঞ্জ ও বিরামপুর উপজেলায় দুজন করে চারজনকে গ্রেফতার করা হয়। তাদের জেলে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতেদর মধ্য জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নাজমা মসির, পৌর বিএনপির আহ্বায়ক ও পৌরসভার কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি, মহিলা দলের কর্মী খালেদা বেগম, সুমি ও লাকি রয়েছেন।
মামলার আসামিদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী, প্রচার সম্পাদক রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জ্বল রয়েছেন।