জুনের মধ্যে শেষ হবে মংলা-ঘষিয়াখালী চ্যানেলের খনন: নৌ পরিবহন মন্ত্রী

বাগেরহাট থেকে বাবুল সরদার: আন্তর্জাতিক নৌপথ মংলা- ঘষিয়াখালী চ্যানেলের খনন কাজ এ বছরের জুনের মধ্যে শেষ হবে। এর ফলে সুন্দরবন ঝুঁকি মুক্ত হবে।

মংলা- ঘষিয়াখালী চ্যানেলের খনন কাজের অগ্রগতি দেখতে এসে রোববার (৪ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের এ কথা জানান নৌ পরিবহন মন্ত্রী মো. শাহজাহান খান ।

মন্ত্রী আরও জানান, মংলা-ঘষিয়াখালী চ্যানেলের দুই পাশের সরকারি খালগুলোতে বাঁধ দিয়ে প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে চিংড়ি চাষ করার ফলে এই নদীর পানি শাখা খালে প্রবাহিত না হওয়ার ফলে চ্যানেলের নাব্যতা দ্রুত কমে যায়।

পলি জমার কারণে ২০১১ সালের ২০ এপ্রিল মংলা-ঘষিয়াখালী চ্যানেল দিয়ে নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

এ সময় মন্ত্রীর সাথে এমপি তালুকদার আব্দুল খালেক, বিআইডাব্লিউটিএ-র চেয়ারম্যান মো. সামসুদ্দোহা খন্দকার, বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ, মংলা বন্দর চেয়ারম্যান কমোডর হাবিবুর রহমান, প্রশাসক মো. জাহাংগীর আলম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মইন উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের  জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সুন্দরবন আর মংলা বন্দর রক্ষার জন্য বিভিন্ন সংগঠন ও ব্যক্তি মংলা-ঘষিয়াখালী চ্যানেলটি পরিকল্পিতভাবে খনন করে সব সময় সচল রাখার দাবিতে পদযাত্রা ও সমাবেশ করে।