রায়পুর থেকে মো. মাহবুবুল আলম মিন্টু: রায়পুরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের গ্রেফতারে বাড়ি বাড়ি তল্লাশি শুরু করেছে পুলিশ। কাল (৫ জানুয়ারি) বিএনপি-আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের পর এ গ্রেফতার অভিযান শুরু হয়। সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়।
সন্ধ্যায় উপজেলা যুবদলের সভাপতি সফিকুল আলম আলমাসের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। একইভাবে বিভিন্ন স্থানে পুলিশের অভিযানের খবর পাওয়া গেছে।
এদিকে গ্রেফতার ও হামলার ভয়ে বিএনপির আহত নেতা-কর্মীরা হাসপাতালে ভর্তি না হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
যুবদলের সভাপতি সফিকুল আলম আলমাস বলেন, বিনা উস্কানিতে আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ক্যাডাররা সশস্ত্র হামলা চালিয়েছে।
রায়পুর উপজেলা যুবলীগের আহবায়ক কামরুল হাসান রাছেল জানান, বিএনপির নেতা-কর্মীরা অতর্কিতে আমাদের মিছিলে আক্রমণ করলে সংঘর্ষ বেঁধে যায়। তারা আমাদের দুজন কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মনজুরুল হক আকন্দ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দোষীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।