শেরপুর থেকে হাকিম বাবুল: বাল্যবিয়ে প্রতিরোধ ও পুষ্টি সচেতনতা বাড়াতে শেরপুরে স্বর্ণ কিশোরী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নবম শ্রেণির ছাত্রী তুষ্টি এ বিষয়ে আয়োজিত উপস্থিত বক্তৃতায় প্রথম হয়ে স্বর্ণ কিশোরী নির্বাচিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক কিশোরী সমাবেশে স্বর্ণ কিশোরী নির্বাচন করা হয়। বেসরকারি টেলিভিশন চ্যানেল আই স্বর্ণ কিশোরী নির্বাচনের এ উদ্যোগ গ্রহণ করেছে।
চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ফারজানা ব্রাউনিয়ার সঞ্চালনায় কিশোরী সমাবেশের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। এসময় সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবনকৃষ্ণ বসু বক্তব্য রাখেন।
পরে কিশোরীদের পুষ্টি ও বাল্যবিয়ে বিষয়ে উপস্থিত বক্তৃতায় বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী তুষ্টি প্রথম স্থান অধিকার করে স্বর্ণ কিশোরী নির্বাচিত হয়। সমাবেশ শেষে বাল্যবিয়ে রোধে সবাই শপথ বাক্য পাঠ করে।