শেরপুর থেকে রেজাউল করিম: শ্রীবরদী উপজেলার বাকশাবাইদ গ্রামে এক নারী খুন হয়েছেন। আজ (৬ জানুয়ারি) ভোর রাতে সাউফা (১৮) নামের ওই নারী খুন হন।
তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। তবে তাকে কে বা কারা কেন খুন করেছে সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
কয়েক মাস আগে পাশের মামদামারি গ্রামের হাফিজুর রহমানের সাথে সাউফার বিয়ে হয়। হাফিজুর ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন।
সাউফার বাবা জানান, ফযরের আজানের পর সাউফা ঘর থেকে বের হন। সকালে পাশের একটি মাঠে তার লাশ পাওয়া যায়।
শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাজাহান ঘটনা জানতে ওই গ্রামে গিয়েছেন। এ নিয়ে মামলার প্রস্তুতি নিয়েছে পুলিশ। ময়না তদন্তের জন্যে লাশ হাসপাতালে পাঠানো হয়েছে।