বরিশাল থেকে এম. মিরাজ হোসাইন: লঞ্চে হামলা চালিয়ে কর্মীদের আহত করার প্রতিবাদে বরিশালের তিনটি রুটে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল থেকে অনির্দিষ্টকালের লঞ্চ ধর্মঘট শুরু হয়েছে।
বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন এবং নৌযান শ্রমিক ফেডারেশনর ডাকে হিজলা, মেহেদীগঞ্জ ও মজুচৌধুরীরহাট রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক একিন আলী মাস্টার জানান, বরিশাল-মজুচৌধুরীরহাট রুটে চলাচলকারী এমভি উপবন লঞ্চে ২ জানুয়ারি হামলা ও ভাঙচুর করে একদল সন্ত্রাসী। এসময় সন্ত্রাসীরা লঞ্চের কেরানি নাসিমুল হাসান চৌধুরীকে মারধর করে নগদ ১৭ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয়। এর প্রতিবাদে ধর্মঘট ডাকা হয়েছে।