অবরোধে সবজির দাম পড়ে গেছে, লোকসানে শেরপুরের চাষিরা

শেরপুর থেকে রেজাউল করিম: অবরোধের কারণে পাইকাররা শেরপুরের বাইরে মাল সরবরাহ করতে না পারায় সবজির দাম পড়ে গেছে। এতে কৃষকরা লোকসানের মধ্যে পড়েছেন।

সবজি চাষিরা জানান, গত দুই-তিন দিন আগে প্রতিমণ ফুলকপি বিক্রি হয়েছে ১৫০  থেকে ২০০ টাকায়। আজ বুধবার (৭ জানুয়ারি) এক মণের মূল্য নেমে এসেছে ৫০ টাকায়। ক’দিন আগেও একমণ আলু বিক্রি হয়েছে ৫০০ টাকায়। এর দাম কমে দাঁড়িয়েছে ৩৪০ টাকায়। এখন বাজারে যে দাম পাওয়া যাচ্ছে তাতে কৃষকের খরচের টাকাও উঠবে না। ।

বাজারে আসা সবজি চাষিরা বলেন, রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন ধরণনর কর্মসূচি দিয়ে চাষিদের বিপদে ফেলেছে। কৃষকের ক্ষতি হয় এমন কর্মসূচি দেয়া থেকে বিরত থাকার জন্য সকল রাজনৈতিক দলের প্রতি অনুরোধ জানান তারা।