আতাউর রহমান মিন্টু: ময়মনসিংহের গফরগাঁওয়ের পুলিশ সোমবার (৫ জানুয়ারি) গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের বিরই গ্রাম থেকে পাগলা থানা কৃষক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিনকে গ্রেফতার করেছে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান জানান, নাছিরের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
সোমবার রাত ৮টার দিকে পাগলা থানা পুলিশ গফরগাঁও-খুরশীদ মহল সড়কের শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে নয়টি তাজা ককটেল উদ্ধার করেছে।