দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বাড়াতে ঝালকাঠিতে সাইকেল র‌্যালি

ঝালকাঠি, প্রতিনিধি: দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে বেগবান করতে  টিআইবি ঝালকাঠিতে দুর্নীতিবিরোধী সাইকেল র‍্যালি করেছে।

‌‌‌‍দুর্জয় তারুণ্য, দুর্নীতি রুখবেই- এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে মঙ্গলবার (৬ জানুয়ারি) টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে এ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনণ কর্মসূচি উদ্বোধন করেন সনাকের (ইয়েস কমিটির) আহবায়ক সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু। টিআইবির এরিয়া ম্যানেজার কাজী মো. এনামুল হক ও টিম লিডার মো. শাকিল হাওলাদার রনি কর্মসূচির শুরুতে বক্তব্য রাখেন।

TIB_JHALAKATHI (06 JANU)
দুর্নীতিবিরোধী সাইকেল র‍্যালি।

ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপের ১৬ জন তরুণ সাইকেল র‌্যালিতে অংশ নেন। র‍্যালিটি সদর উপজেলার বাসন্ডা ও নবগ্রাম ইউনিয়নের ৩০ কিলোমিটার পথ প্রদক্ষিণ করে। পথে চামটা বিকে ইউনিয়ন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী ও শিক্ষক দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ করেন। এছাড়া র‌্যালিতে অংশগ্রহণকারিরা বিভিন্ন হাট-বাজারে গিয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে তথ্য অধিকার আইন ও বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের তথ্যপত্রসহ দুর্নীতিবিরোধী প্রচারপত্র বিলি করেন।