
বরিশাল থেকে এম. মিরাজ হোসাইন: অবরোধের দ্বিতীয় দিনে বরিশালে অবরোধবিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ। বুধবার দুপরে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলের আগে সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ বলেন, খালেদা জিয়া এতই আপোসহীন যিনি বিশ্ব ইজতেমায় আসা মুসুল্লিদের আহবান প্রত্যাখ্যান করে অবরোধ বহাল রেখেছেন। তিনি বেগম খালেদা জিয়াকে মানুষের ভোগান্তির কর্মসূচি বাদ দিয়ে সুস্থ্ ধারার রাজনীতি করার আহবান জানান।
এসময় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহ, জেলা ছাত্রলীগ সভাপতি সুমন সেরনিয়াবাতসহ অন্যরা উপস্থিত ছিলেন।