দেশের খবর রিপোর্ট: অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনিগেডস-এর হয়ে আজ (বুধবার) সাকিব আল হাসানের অভিষেক হচ্ছে।
বাংলাদেশ সময় দুপুর ২টা ৪০ মিনিটে (স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিট) হোবার্ট হারিকেন্স-এর বিরুদ্ধে মেলবোর্ন রেনিগেডস মাঠে নামবে। মেলবোর্ন দলের ডয়াইন ব্র্যাভো ও আন্দ্রে রাসেল জাতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় খেলতে যাওয়ায় লিগের বাকি ম্যাচগুলোর জন্য সাকিব এবং ইংল্যান্ডের বেন স্টোকসকে দলে নেয় মেলবোর্ন।
টি-টুয়েন্টির বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিবকে ৯৮ হাজার ২০০ ডলারের চুক্তিতে দলে ভিড়িয়েছে মেলবোর্ন।
এর আগে অ্যাডিলেইড স্ট্রাইকারের হয়ে সাকিব বিগ ব্যাশ লিগে খেলেছিলেন।
আট দলের এ টুর্নামেন্টে মেলবোর্ন সুবিধাজনক অবস্থানে নেই। অ্যারন ফিঞ্চের অধিনায়কত্বে চার খেলায় তিন হার ও এক জয় নিয়ে পয়েন্ট তালিকায় সর্বনিম্ন অবস্থানে রয়েছে দলটি।
দলের কর্মকর্তারা আশা করছেন, সাকিব এবং স্টোকস মেলবোর্নের হয়ে বড় ভূমিকা রাখবেন। সূত্র: ক্রিক ইনফো, মেলবোর্ন র্যানিগেডস-এর ওয়েবসাইট