লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত

লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে।

থেকে অনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যে দিয়ে ৫০ শয্যার ওই স্বাস্থ্য কমপ্লেক্সটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ আল-মামুন।  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন গোলাম ফারুক ভূঁইয়া, রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ ও শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা এ্যাডভোকটে আনোয়ারুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, স্বাস্থ্য কমপ্লেক্সের জমিদাতা মনোহর আলীসহ প্রমুখ।

স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত করার জন্য প্রায় ৬ কোটি টাকা ব্যয় হয়।