অবরোধকারীদের হামলায় লক্ষ্মীপুরে একজন নিহত, দু ভাই আহত

লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল : লক্ষ্মীপুরের কমলনগরে অবরোধকারীদের হামলায় মো. ইউছুফ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

হামলায় ইউছুফের দুই ভাই আবদুল লতিফ (৫০) ও মো. সোলায়মান (৩৫) আহত হন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের হাফেজিয়া মাদ্রাসা এলাকায় হামলার ঘটনা।

নিহত ইউছুফ নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর এলাকার আবদুল হাসিমের ছেলে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির আহাম্মদ জানান, ইউছুফ দুই ভাইসহ পারিবারিক কাজে মোটরসাইকেল চালিয়ে দুপুরে কমলনগরের হাজিরহাট এলাকায় আসেন। কাজ শেষে তারা বাড়ি ফেরার পথে অবরোধকারীরা গাছ ফেলে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। অবরোধকারীরা কুপিয়ে এবং অপর দুইভাইকে পিটিয়ে গুরুতর আহত করে।

খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তাররা  ইউছুফকে মৃত ঘোষণা করেন।

আহত দুই ভাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।