কাউখালী থেকে রবিউল হাসান রবিন: পিরোজপুরের কাউখালীতে আজ (৮ জানুয়ারি) যুব উন্নয়ন অধিদপ্তর দিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন কর্মশালার আয়োজন করেছে। বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ৪০ জন যুবক ও যুব নারী অংশ নেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম সেকান্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. শহিদুল ইসলাম,ভাইস চেয়ারম্যান কামারুজ্জামান মিঠু ও ফাতেমা ইয়াসমিন পপি, সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, সামাজিক উদ্যোক্তা আবদুল লতিফ খসরু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আল আমিন বাকলাই, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী গোলাম কবীর, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এস এম আরিফুর রহমান, সফল নারী উদ্যোক্তা জামিলা আক্তার লিফা, ইউপি সদস্য রেবা আক্তার প্রমুখ।