মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ক্লীভডন চা বাগানের একটি কুয়া থেকে পার্বতী কৈরী গেনো (৫০) নামের এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। পার্বতী গোগালীছড়া এলাকার প্রয়াত শিবশঙ্কর কৈরীর স্ত্রী।
বাগানের শ্রমিকরা জানান, বুধবার (৭ জানুয়ারি) রাতে সালিশের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মোক্তাদির মনু পার্বতীকে বাগানের সাত নম্বর লাইনে ডেকে আনেন। সকালে শ্রমিকরা এ লাইনের কুয়া থেকে পানি তুলতে গেলে লাশ দেখতে পেয়ে বাগান পঞ্চায়েত সভাপতি ও সম্পাদককে জানালে তারা পুলিশকে খবর দেন।
কুলাউড়া থানার উপ-পরিদর্শক শামসুর রহমান জানান, প্রাথমিকভাবে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য মৃতদেহ মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।