গাছ বোঝাই ট্রলি উল্টে কলাপাড়ায় শ্রমিকের মৃত্যু

কলাপাড়া থেকে মিলন কর্মকার রাজু: পটুয়াখালীর কলাপাড়ার আলীপুর-চাপলী সড়কের মাইটভাঙ্গা এলাকায় গাছের গুড়ি বোঝাই ট্রলি উল্টে গাছের নিচে চাপা পড়ে জলিল (২৫) এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন গাছের মালিক আব্দুর রহিম, ট্রলি চালক জালালসহ তিনজন ।

বুধবার মধ্যরাতে চাপলী বাজার থেকে গাছের গুড়ি বোঝাই করে আলীপুর যাওয়ার পথে ট্রলিটি উল্টে যায়। আহতদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় ট্রলিমালিক ও চালককে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে।