জাতীয় দলের পেসার রুবেল কারাগারে

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলায় জেলে পাঠানো হয়েছে।  চার সপ্তাহের জামিনে থাকা বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের এ সদস্য আজ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার সাদাতের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন না-মঞ্জুর করে তাকে জেলে পাঠায়।

199065গত বছরের ১৩ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজধানীর মিরপুর মডেল থানায় রুবেলের বিরুদ্ধে মামলাটি করেন অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি।

১৫ ডিসেম্বর রুবেল হাইকোর্ট রুবেলকে চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।

জামিন না পাওয়ায় রুবেলের বিশ্বকাপ খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। ২৪ জানুয়ারি বাংলাদেশ দলের সঙ্গে তার অস্ট্রেলিয়া যাবার কথা রয়েছে।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জানান, বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। রুবেলের বিষয়ে সিদ্ধান্তে জন্য কিছুটা সময় লাগবে। এখন পর্যন্ত রুবেল ব্যক্তিগতভাবে মামলাটি মোকাবেলা করছে। যদি সময়মতো সে দলের সঙ্গে যোগ দিতে না পারে, তবে বিসিবি বিকল্প ব্যবস্থা নেবে। সূত্র: ক্রিকইনফো