ধনবাড়ী প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে বিএনপির গ্রেফতার হওয়া ছয়জনসহ ৪৩ নেতা-কর্মী বুধবার (৭ জানুয়ারি) টাঙ্গাইল আদালত থেকে জামিন পেয়েছেন
দলীয় সূত্রে জানা যায়, ধনবাড়ীতে শনিবার (৩ জানুয়ারি) বিএনপির বিবদমান দু গ্রুপের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলায় ৫ জানুয়ারি স্বপন ফকির গ্রুপের সমর্থক ধনবাড়ী পৌর বিএনপির আহবায়ক এসএমএ ছোবহানসহ ছয়জনকে পুলিশ আটক করে আদালতে সোপর্দ করে।
বুধবার পৌর বিএনপির আহবায়ক এসএমএ ছোবহান, যুগ্ম আহবায়ক হাফেজ খাইরুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান কামাল হোসেনসহ ৪৩ জন নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিন পান।