বরিশাল প্রতিনিধি: বরিশাল জেলা বিশেষ শাখার (ডিএসবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলমকে অবশেষে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাকে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. হুমায়ুন কবীরের নির্দেশে প্রত্যাহার করে নেয়া হয়। প্রত্যাহারের পর তার স্থলাভিষিক্ত হয়েছেন ডিআইজি অফিসের ইন্সপেক্টর মো. শহীদ উল্লাহ।
মাহে আলম বিতর্কিত হয়ে পড়েছিলেন বলে জানা গেছে। তবে জেলা পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানিয়েছিন, রুটিন অনুযায়ী ওসি মাহে আলমকে অন্যস্থানে দায়িত্ব দেয়া হয়েছে।