বরিশাল থেকে এম. মিরাজ হোসাইন: বরিশাল জেলা প্রশাসক কার্যালয় ভবনে অবস্থিত বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএর) একটি কক্ষে আগুন লেগে অন্তত ২ হাজার ডিজিটাল নম্বর প্লেট পুড়ে গেছে।
আজ (৮ জানুয়ারি) বিআরটিএ কার্যালয়ে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভায়।
জেলা প্রশাসক মো. শহীদুল আলম জানান, বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে।
বিআরটিএর সহকারী পরিচালক মো. শাহআলম জানান, ওই কক্ষটিতে যানবাহনের লাইসেন্স মজুদ রাখা হতো। দু হাজার ডিজিটাল নম্বর প্লেট পুড়ে গেছে। তবে লাইন্সেন্সের কোনো ক্ষতি হয়নি।
মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সদর) সোয়েব আহম্মেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। নাশকতার বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানান, উপ কমিশনার (সদর) সোয়েব আহম্মেদ।