বরিশাল থেকে এম. মিরাজ হোসাইন: বরিশালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় কাস্টমস অফিসের কর্মচারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ চারজন নিহত ও কমপক্ষে ২০জন আহত হয়েছে। গুরুতর আহতদের শেরে বাংলা মেডিকেল কলেজ হাতপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের নারায়নপুর ও সদর উপজেলার কাউয়ারচর এলাকায় বৃহস্পতিবার সকালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বরিশাল কাস্টমস অফিসের সিপাহী ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ চারজন নিহত ও কমপক্ষে ২০জন আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের নারায়নপুর নামক স্থানে বানারীপাড়াগামী যাত্রীবাহী মাহেন্দ্রা ও বরিশালগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বরিশাল কাস্টমস অফিসের সিপাহী আওলাদ হোসেন, পিরোজপুর উপজেলার নাজিরপুরের হান্নান হাওলাদার ও বরিশাল নগরীর কাশিপুরের বাসিন্দা জসিম উদ্দিন নিহত হয়।
অপরদিকে বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চরকাউয়ার দিনারেরপুল এলাকায় হাক্কানী পরিবহন নামের একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন পান্না নিহত হয়। আহত হয় কমপক্ষে ১৬ যাত্রী।