রাজশাহী শিক্ষক-কর্মচারী ফ্রন্টের ২১ দফা বাস্তবায়নের দাবি

রাজশাহী থেকে কাজী শাহেদ: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত, বদলিসহ ২১ দফা দাবি জানিয়েছেন শিক্ষক-কর্মচারী  নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে নগরীর শাহ মখদুম কলেজের শিক্ষক মিলনায়তনে সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন রাজশাহী জেলা শিক্ষক-কর্মচারী ফ্রন্টের আহ্বায়ক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা শিক্ষক কর্মচারী ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ রাজকুমার সরকার, আবদুল রাজ্জাক, অধ্যক্ষ আমিনুর রহমান, প্রভাষক কামরুজ্জামানসহ সংগঠনটির নেতৃবৃন্দ।

সম্মেলনে বলা হয়, শিক্ষকরা দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি ও শিক্ষা বিস্তারে আন্দোলন করে আসছে। আন্দোলনের অংশ হিসেবে আগামী ১৫ জানুয়ারি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হবে। এছাড়া ২২ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ১৫ মার্চ সব জেলা সদরে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।