শেরপুর থেকে হাকিম বাবুল: অবরোধে নাশকতার চেষ্টার অভিযোগে শেরপুর শহর বিএনপির যুগ্ম আহ্বায়কসহ অঙ্গদলের চার নেতাকে আটক করেছে পুলিশ। আজ (৮ জানুয়ারি) দুপুরে তাদের বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেলে পাঠানোর আদেশ দেন।
আটককৃতরা হলেন-শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম মোকাদ্দেস, জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম জুন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রাসেল ও জেলা যুবদলের সদস্য সাগর মিয়া।
সদর থানার ওসি মাজহারুল করিম বলেন, বুধবার রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা রাস্তায় আগুন জ্বালিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করছিল।