রাজশাহীতে আদিবাসী ছাত্রকে জবাই করে হত্যা

কাজী শাহেদ, রাজশাহী: রাজশাহীর তানোরে এক আদিবাসী ছাত্রকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ (৯ জানুয়ারি) ভোরে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ছাত্রের নাম বাবলু হেমব্রম। তিনি রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তার বাড়ি তানোরের ময়েনপুর গ্রামে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যা করে। ভোরে বাড়ির লোকজন দরজা খোলা দেখে ঘরে ঢোকে। এরপর বিছানায় তার জবাই করা লাশ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

পুলিশ সূত্র জানিয়েছে, বাবলু হেমব্রম সান্তাল স্টুডেন্ট ইউনিয়নের (সাসু) কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। থাকতেন রাজশাহীতে কারিতাস পরিচালিত আদিবাসী ছাত্রাবাসে। ওই ছাত্রাবাস থেকে গত বছরের নভেম্বরে শিক্ষার্থীদের উচ্ছেদ করা হয়। এরপর থেকে বাবলু তানোরের নিজ বাড়িতে থেকে লেখাপড়া করতেন।