বাগেরহাট থেকে বাবুল সরদার: জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে তার নিজ জেলা বাগেরহাটে আন্দোলন নেমেছে ক্রীড়ামোদীরা। শুক্রবার ও বৃহস্পতিবার বাগেরহাটের ক্রীড়ামোদীরা বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সামনে ও রেল রোডে সড়ক অবরোধ করে এ দাবি জানান।
বাগেরহাটবাসীর ব্যানারে ওই আন্দোলনে খেলোয়াড়-সংগঠকসহ বহু মানুষ যোগ দিয়েছেন। বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা রুবেলের মুক্তির দাবিতে শনিবার কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন।
জেলা ক্রীড়া সংস্থার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে তারা সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। অবস্থান কর্মসূচিতে রাখেন বাগেরহাট জেলা ক্রীড়ার যুগ্ম সম্পাদক ও ক্রিকেট উপ-কমিটির সম্পাদক খোন্দকার আছিফ উদ্দিন রাখী, প্রাক্তন ক্রিকেটার তানুজী নাগ, বাগেরহাট জেলা দলের ক্রিকেটার আবু তাহের, তারিক হোসেন প্রমুখ।
নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা একটি মামলায় জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন গতকাল ঢাকা মহানগর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। বিচারক শুনানি শেষে রুবেলের জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১৩ ডিসেম্বর অভিনেত্রী নাজনীন আকতার হ্যাপি মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলায় রুবেলের বিরুদ্ধে বিয়ের লোভ দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ার অভিযোগ আনা হয়।
জাতীয় দলের হয়ে রুবেলের ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়া ও নিউজল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেট খেলতে জানুয়ারির শেষ সপ্তাহে রওনা হওয়ার কথা।