ঈশ্বরদী (পাবনা) থেকে স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদীতে দুই দিনব্যাপী খেলাঘরের সম্মেলন শুক্রবার (৯ জানুয়ারি) সকালে শুরু হয়েছে। কেন্দ্রীয় বাস টর্মিনাল হতে সহস্রাধিক ছেলে-মেয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে ইক্ষু গবেষণা বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়।
খেলাঘরের ঈশ্বরদী পৌরসভা ও সাত ইউনিয়নের মোট ২২টি শাখার সম্মিলিত উপজেলা সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডা: আবু সাঈদ। এনামুল ইসলাম জিন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির রুনু আলী, উপজেলার প্যানেল চেয়ারম্যান মাহজেবিন শিরিণ পিয়া, আতাউর রহমান বাবলু প্রমূখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে খেলাঘরের সদস্যরা বিভিন্ন প্রদর্শন ও নাচ, গান, কবিতা আবৃত্তি করে। ১০ জানুয়ারি কাউন্সিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।