কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে শেরপুরে নানা আয়োজন

শেরপুর থেকে প্রতিনিধি: কেককাটা, র‌্যালি, শিক্ষক সম্মাননা ও প্রীতি সমাবেশের মধ্য দিয়ে আজ (১০ জানুয়ারি) শেরপুরে দৈনিক কালের কন্ঠের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

দুপুরে শহরের নিউমার্কেট বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে এ উপলক্ষে কালেরকন্ঠের পাঠক সংগঠন শুভ সংঘের আয়োজনে এক প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। প্রীতি সমাবেশে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালার উদ্বোধন করেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. একেএম রিয়াজুল হাসান।

sherpur teacher honoured at Kaler Kantha anniversary
প্রেসক্লাব সভাপতি প্রবীণ শিক্ষক মজিবর রহমানকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন।

অনুষ্ঠানে শেরপুরের প্রবীণ শিক্ষক সদর উপজেলার মুকসুদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মজিবর রহমানকে আদর্শ শিক্ষক হিসেবে সম্মাননা দান করা হয়। শেরপুর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার মজিবর রহমানকে উত্তরীয় পরিয়ে দেন এবং অধ্যক্ষ ড. একেএম রিয়াজুল হাসান  তার হাতে সম্মাননা স্মারক হাতে তুলে দেন।

অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন প্রধান অতিথি অধ্যক্ষ ড. একেএম রিয়াজুল হাসান, শিক্ষাবিদ শিব শংকর কারুয়া শিবু, জেলা তথ্য অফিসার মো. জালাল উদ্দিন, প্রবীণ সাংবাদিক সুশীল মালাকার, সঞ্চিব চন্দ বিল্টু, আব্দুর রহিম বাদল, হোটেল আলীশানের পরিচালক ফেরদৌস ওয়াহিদ রনি প্রমুখ। শুভ সংঘের সভাপতি সংস্কৃতিকর্মী তরুণ চক্রবর্তী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে জেলার বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক, সংস্কৃতি ও ক্রীড়া সংগঠক, ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে নিউমার্কেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।