কুলাউড়ায় যাত্রীবাহী বাসে আগুন, জড়িত সন্দেহে আটক ২, বিশেষ অভিযানে আটক আরো ২৩

মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ঢুলিপাড়া এলাকায় একটি যাত্রীবাহী মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ (১০ জানুয়ারি) সকাল ৯টার দিকে চার-পাঁচটি মোটরসাইকেলে এসে ১০-১২ জন দুর্বৃত্ত বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। বাস পোড়ানোয় জড়িত থাকার অভিযোগে শিবিরের দু কর্মীকে আটক করেছে পুলিশ।

passenger bus gutted in Kulaura
আগুনে ক্ষতিগ্রস্ত বাস। ছবি: আজিজুল ইসলাম

প্রত্যক্ষদর্শীরা জানান, কুলাউড়া থেকে ছেড়ে মৌলভীবাজার যাওয়ার পথে মিনিবাসটি (সিলেট-জ -০৪-০০১৩) ঢুলিপাড়া পৌঁছালে দুর্বত্তরা হামলা চালায়। ভীত-সন্ত্রস্ত যাত্রীরা এসময় গাড়ি থেকে নেমে যায়। হামলাকারীরা বাসে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে বাসটির সিটসহ ভেতরের বেশিরভাগ পুড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে শিবিরকর্মী তৌহিদ (২৪) ও নজরুলকে (২৪) আটক করে।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোহাম্মদ নাজমূল হাসান, সহকারী পুলিশ সুপার কুলাউড়া সার্কেল জুনায়েদ আলম সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমল কুমার ধর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। সবধরনের নাশকতা এড়াতে  তারা সর্তক রয়েছেন। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

পুলিশের অভিযানে ২৩ বিএনপি-জামায়াত কর্মী আটক

মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ২৩ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো. আব্দুছ সালেক জানান, আজ ভোরে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।