নাশকতা বন্ধে ঝিনাইদহে আইনশৃঙ্খলা বাহিনীর পথসভা

ঝিনাইদহ থেকে প্রতিনিধি: অবরোধে যান চলাচল স্বাভাবিক রাখার পাশাপাশি নাশকতা বন্ধে পুলিশ, র‌্যাব ও বিজিবি ঝিনাইদহে পথসভা করেছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে শহরের পায়রা চত্ত্বরে ঝিনাইদহ জেলা প্রশাসক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান মনি।

DIG of Police Khulna Range
পথসভায় বক্তৃতা দিচ্ছেন খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান (ইনসেটে)।

পথসভায় আরো বক্তব্য রাখেন র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল এনামুল আরিফ সুমন, পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি দিদার আহমেদ, রফিকুল ইসলাম, বিজিবির কমান্ডিং অফিসার জাহিদ, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, জেলা পরিষদের প্রশাসক আবদুল ওয়াহেদ জোয়ারদার, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, খুলনার পুলিশ সুপার হাবিবুর রহমান, মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির, ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান, সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম, সাবেক পৌর চেয়ারম্যান আনিছুর রহমান খোকা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামাদুল ইসলাম।

পথসভায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কয়েকহাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন। নাশকতাকারীদের ধরিয়ে দিতে জনসাধারণকে সহযোগিতা চান তারা।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান মনি বলেন, যারা জঙ্গীবাদে বিশ্বাস করে, এ দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্বকে অস্বীকার করে তারা দেশের শত্রু। তারা হরতাল অবরোধ করে দেশের জনগণের জানমালের ক্ষতি করছে। এ অবস্থা চলতে পরে না। যারা ঢিল মেরে গাড়ি ভাংচুর করছে তাদের প্রতিরোধ করা হবে। প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে তিনি আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহবান জানান।