নেত্রকোনায় বিআরটিসির বাসে আগুন, বিনএনপি কার্যালয় ভাংচুর

নেত্রকোনা থেকে মীর মনিরুজ্জামান: নেত্রকোনা শহরের নাগড়া এলাকার বিআরটিসি বাস স্ট্যান্ডে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় অবরোধকারীরা বিআরটিসির একটি বাসে আগুন ধরিয়ে দেয়।

নেত্রকোনা থেকে মংলায়  চলাচলকারী বাসটি এসময়  স্ট্যান্ডে দাঁড় করানো ছিল। পরে দমকল বাহিনীর সদস্যরা ‌এসে আগুন নেভায়। বাস পোড়ানোর পর পরই ছাত্রলীগ কর্মীরা শহরে মিছিল করে জেলা বিএনপির কার্যালয় ভাংচুর করেছে।

netrokona arson on brtc bus
অবরোধকারীরা নেত্রকোনায় বাস পুড়িয়ে দেয়।