কলাপাড়া (পটুয়াখালী) থেকে মিলন কর্মকার রাজু: হাজারো পুন্যার্থীর অংশগ্রহণে কুয়াকাটায় ঠাকুর অনুকূল চন্দ্রের ১২৭তম জন্মোৎসব পালিত হয়েছে। উৎসবকে কেন্দ্র করে শুক্রবার (৯ জানুয়ারি) সকালে মম্বিপাড়া সৎসঙ্গ মন্দিরে মানুষের ঢল নামে।
অবরোধের মধ্যেও দেশের বিভিন্ন স্থান থেকে বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে করে কয়েক হাজার নারী-পুরুষ বৃহস্পতিবার রাত থেকে মন্দির এসে পৌঁছাতে থাকে।
সুধন্য কর্মকার গোসাইয়ের পৌরহিত্যে উৎসবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, পৌর মেয়র এসএম রাকিবুল আহসান। আলোচনা করেন খুলনার প্রদীপ কুমার মণ্ডল, পরেশ চন্দ্র মন্ডল, দিলীপ কুমার বোস, মহাদেব কর্মকার, উত্তম কর্মকারসহ অন্যরা।
ভোরে বিনতি প্রার্থনা দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এছাড়া বাল্যভোগ, সমবেত বিনতি প্রার্থনা, ভক্তিমূলক সঙ্গীতা, আনন্দবাজার ইত্যাদি আয়োজনও ছিল উৎসবে।
উৎসবকে কেন্দ্র করে শেষ বিকেলে কুয়াকাটা সৈকত ছিল পর্যটকে ভরপুর। কুয়াকাটা সৎসঙ্গ মন্দিরের সভাপতি সুধন্য কর্মকার গোসাই জানান, এবারের অনুষ্ঠানে অন্তত ১০ হাজার পুন্যার্থী এসেছে। অবরোধ না থাকলে এ সংখ্যা আরও বাড়তো।