মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির ছয় নেতা-কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। গ্রেফতার আতঙ্কে অনেক নেতা-কর্মী এলাকা ছেড়ে গেছে।
আটককৃতরা হলেন- কুলাউড়া উপজেলা জামায়াতের আমির মাস্টার আব্দুল বারী (৫৮), বিএনপি নেতা ও সাবেক মেম্বার জয়নাল জয়নাল আবেদিন খান (৫৫), জামায়াত নেতা ডা. মবশ্বির আলী (৫০), ছাত্রশিবিরের নেতা তাজুল ইসলাম তুহিন (২৩) ও নজরুল ইসলাম (২৫) এবং বিএনপি কর্মী মোখলেছুর রহমান (৩২)।
পুলিশ জানায়, দুটি নাশকতার মামলায় আড়াই শতাধিক বিএনপি-জামায়াত নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
গত ৫ জানুয়ারি বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো দেড়শ জনকে আসামি করা হয়। শনিবার (১০ জানুয়ারি) কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ডুলিপাড়া য় বাস পোড়ানোর ঘটনায় ১৫ জনকে আসামি করা হয়। এ মামলায়ও অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানায়, র্যাব, পুলিশ, বিজিবি, গোয়েন্দা পুলিশের সদস্যরা শনিবার সন্ধ্যার পর থেকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। গ্রেফতার আতঙ্কে বিএনপি ও জামায়াতের অনেক নেতা-কর্মী আত্মগোপনে চলে গেছেন।