কুয়াকাটা সৈকতে মারা পড়ছে হাজার হাজার জেলি ফিশ

কলাপাড়া থেকে মিলন কর্মকার রাজু: ক’দিন ধরে কুয়াকাটা সৈকতে ভেসে আসছে হাজার হাজার জেলি ফিশ। সাগরের জোয়ারের টানে এসে বালুচরে আটকা পড়েই কিছুক্ষণের মধ্যেই মারা পড়ছে।

KUAKATA JELLYFISH PIC-02(10.01.2015)
কুয়াকাটায় মৃত জেলি ফিসশুক্রবার বিকালে কুয়াকাটা সৈকত ঘুরে দেখা যায় সৈকতের সবখানে জেলি ফিশ মরে পড়ে আছে। দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে বাতাসে।

এর আগে ২০১০ সালের জানুয়ারি মাসেও কুয়াকাটা সৈকতের এভাবে জেলি ফিশ মারা যাওয়ার ঘটনা ঘটে।

মাছ ধরার ট্রলার এফবি মনোয়ারার জেলে আলমগীর হোসেন জানান, সাগরে জাল পাতলে এখন জেলি ফিশ ধরা পড়ছে। তিন-চারদিন ধরে এমন অবস্থা চলছে। জেলে সেকান্দার গাজী জানান, তিনচার দিন সাগরে জেলি ফিশের কারণে জাল ফেলতে পারছেন না। তাদের ভাষায় এগুলো সাগরের নোনা বা আঠার দলা।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান প্রফেসর ড. আ ক ম মোস্তফা জামান জানান, সমুদ্রে দূষণের কারণে জেলিফিশের বিচরণ অনুপযোগী এমনটা হতে পারে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সঞ্জয় মন্ডল জানান, তারাও গত ক,দিন ধরে এ অবস্থা দেখছেন। বিষয়টি মৎস্য অফিসসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।