গভীর রাতের সহিংসতায় দিনাজপুরে ২৩টি যান ভাংচুর, আহত ৬

দিনাজপুর থেকে রতন সিং: শুক্রবার গভীর রাতে  দিনাজপুরে ১৫টি ট্রাক, একটি ট্যাংকলরি এবং সাতটি পিকআপ ভাংচুর করেছে অবরোধকারীরা। এসময় চারটি ট্রাকে আগুন দেয়া হয়। আগুনে পুড়ে একজন ও ইটের আঘাতে আরো পাঁচজন আহত হয়।

অবরোধকারীরা দিনাজপুরের তিনটি মহাসড়কে গাছের গুড়ি ফেলে যান চলাচল বন্ধ করে সহিংসতা চালায়। ঘটনাস্থলে অবরোধকারীরা পেট্রোল বোমা ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় ১২টি দোকানও ভাংচুর করে তারা।

দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহারোল উপজেলার ১৩ মাইল গড়েয়ায় রাত ১০টায় অবরোধকারীরা একটি আলু বোঝাই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেয়। এসময় আরো দুটি ট্রাক ও একটি পিকআপ ভাংচুর করা হয়।

রাত ১২টার পর দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে সশস্ত্র অবরোধকারীরা দুটি ট্রাকে ও একটি ট্যাংকলরিতে আগুন লাগিয়ে দেয়। এসময়  ১০-১২টি ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে তারা। পেট্রোল বোমাও ছোড়ে তারা। আগুনে পুড়ে ট্রাকের হেলপার আবুল কালাম (৫৫) আহত হন। আরো আহত হন ট্রাক চালক আল আমিনসহ (২২) আরো দুজন।

১৩ মাইল গড়েয়ায় অবরোধকারীদের হামলায় গুরুতর আহত এক হেলপারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও এক চালককে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চিরিরবন্দর উপজেলার আমতলীতে রাত ১২টার পর থেকে শনিবার সকাল পর্যন্ত জামায়াত-শিবিরের রাস্তা আটকে নয়টি ট্রাক ভাংচুর করে। এসময় অবরোধকারীরা আমতলী বাজারের ১২টি দোকান ভাংচুর করে। মাল বোঝাই ট্রাকগুলো দিনাজপুর শহরে প্রবেশের সময় এই হামলা চালানো হয়।

জামায়াত-বিএনপির ৮ জন গ্রেফতার

নাশকতার অভিযোগে পুলিশ জামায়াত-বিএনপির আট কর্মীকে গ্রেফতার করেছে।  এদের মধ্যে জামায়াতের পাঁচজন ও বিএনপির তিনজন। শনিবার ভোরে পার্বতীপুর,  কাহারোল এবং বিরামপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে তাদের জেলে পাঠানো হয়েছে।