জাতীয় দলের পেসার রুবেল হোসেন জামিন পেয়েছেন। আজ সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েসের আদালতে জামিনের আবেদন তার জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে দুপুরে আদালত তার জামিন মঞ্জুর করেন।
বৃহস্পতিবার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তার জামি না-মঞ্জুর করে তাকে জেলে পাঠান।
গত ১৩ ডিসেম্বর অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুবেলের বিরুদ্ধে মামলা করেন।