পাবনায় বনমালী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

পাবনা থেকে স্বপন কুমার কুন্ডু: শিল্প ও সংস্কৃতিতে  এক ধাপ এগুলো উত্তরের জনপদ- এ মন্তব্য করেছেন  ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ। শনিবার (১১ জানুয়ারি) পাবনায় বনমালী শিল্পকলা কেন্দ্র উদ্বোধন করার সময় তিনি এমন মন্তব্য করেন।

মন্ত্রী আরো বলেন, পাবনার বনমালী শিল্পকলা কেন্দ্র সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ঘটিয়ে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটাবে। তিনি বলেন, বনমালী শিল্পকলা কেন্দ্রের নবযাত্রা সাংস্কৃতিক অঙ্গনের অন্ধকার ঘুচিয়ে পাবনার মানুষকে আলোকিত করবে।

Opening of Pabna Banamali Cultural Centre
মন্ত্রীর কাছ থেকে সম্মাননা ক্রেস্ট নিচ্ছেন অঞ্জন চৌধুরী।

ভূমি মন্ত্রী বলেন, উপমহাদেশে শিল্প, সাহিত্য, কাব্য, সংস্কৃতিতে পাবনা একসময় সমৃদ্ধ ছিল। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল বনমালী ইন্সটিটিউটকে শিল্পকলা কেন্দ্রে রূপান্তর করার। শতবর্ষ প্রাচীন বনমালী ইনস্টিটিউট আজ থেকে নতুন আঙ্গিকে, নতুন রূপে, নতুন আশা নিয়ে চলা শুরু করেছে।

পরে মন্ত্রী আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট বিতরণ করেন। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাছরাঙ্গা টেলিভিশনের স্বত্ত্বাধিকারী অঞ্জন চৌধুরী পিন্টুর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পাবনা-৫ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, দুর্নীতি দমন কমিশনের কমিশনার শাহাবুদ্দিন চুপ্পু, পাবনা জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন, পুলিশ সুপার মিরাজউদ্দিন আহম্মেদ বক্তব্য রাখেন।

প্রবীণ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট গোলাম হাসনাইন, স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এইচ স্বপন চৌধুরী, পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।