বারহাট্টা থেকে মো. আমিনুল ইসলাম খান রিজভী: নেত্রকোনার বারহাট্টায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
শনিবার ( ১০ জানুয়ারি) দুপুরের দিকে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ এই কর্মসূচির আয়োজন করে। দুপুর ১২টায় একটি বর্ণাঢ্য র্যালি বারহাট্টা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে বারহাট্টার ইউনিয়ন পরিষদ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বারহাট্টা সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কমান্ডার শাহ আব্দুল কাদির মাইজ ভান্ডারী, আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম মজুমদার বকুল, মাইনুল হক কাসেম, জাতীয় পার্টিীর রমেন্দ্র নারায়ন সরকার রনু, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, শেখ আলকাছুর রহমানসহ প্রমুখ।
স্থানীয় ভাষ্কর গোলাম মোস্তফা ২০১১ সালে কাঠ দিয়ে জাতির জনক ও শেখ রাসেলের প্রতিকৃতি তৈরি করেন। একবারেই নিখুঁত ও দৃষ্টিনন্দন এই প্রতিকৃতি বর্তমানে কবি নির্মলেন্দু গুণের গ্রামের বাড়ি কাশবনের পাঠাগারে সংরক্ষিত রয়েছে। প্রতিকৃতি দুটি জাতীয় যাদুঘরে স্থান দেয়ার জন্য ভাষ্কর গোলাম মোস্তফা দাবি জানিয়েছেন।